ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সবধরণের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জগন্নাথ  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সবধরণের কার্যক্রম স্থগিত  করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

বাংলাদেশ সংবাদ – ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সবধরণের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সাক্ষরিত এক প্রেস রিলিজে এ কথা জানানো হয়।

এতে বলা হয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নত রাখতে ব্যর্থ হওয়া এবং দলীয় শৃঙ্খলার প্রতি আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি থাকায় এ স্থগিতাদেশ দেওয়া হলো। এ জন্য সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান খান জয়, ইয়াজ আল রিয়াদকে নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

উল্লেখ্য আজ জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন