৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে ক্রিসেন্টের চেয়ারম্যান কাদের কারাগারে

৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে  ক্রিসেন্টের চেয়ারম্যান কাদের কারাগারে

বাংলাদেশ সংবাদ – ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে ৯১৯ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মহানগর হাকিম জসিমউদ্দিন কাদেরের আইনজীবিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

উল্লেখ্য ক্রিসেন্ট গ্রুপের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ৯১৯ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে গতকাল বুধবার (৩০ জানুয়ারি) রাজধানীর চকবাজার থানায় এম এ কাদেরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ক্রিসেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের ৪ কর্মকর্তাসহ জনতা ব্যাংকের ১৩ জন কর্মকর্তাকে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন