বাংলাদেশে অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে – এআইআইবি

বাংলাদেশে অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে – এআইআইবি

বাংলাদেশ সংবাদ – বাংলাদেশে অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে, এ কথা জানিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

২৯ জানুয়ারি ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ২০১৯’ প্রকাশিত শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়,’ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবকাঠামো খাতে আগামী ১২ মাসে প্রতিযোগিতামূলক দেশীয় অর্থায়ন পরিবেশের কারণে অবকাঠামোগত ঋণ ব্যয় হ্রাস পাবে। একইসাথে দীর্ঘমেয়াদি ঋণগ্রহিতা বৃদ্ধি পাওয়ায় ঋণ প্রদানের হার কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

এআইআইবি’র পলিসি অ্যান্ড স্ট্রাটেজি ভাইস প্রেসিডেন্ট জোয়াচিম ভন আমসবার্গের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এবং বিদ্যমান অর্থনৈতিক উন্নয়ন ধারায় অবকাঠামো খাতের ঘাটতি মোকাবিলার এখনই সুযোগ। আমরা আর্থিকভাবে ফলপ্রসূ অবকাঠামো প্রকল্পে বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন