ট্রাম্পের চিঠি, কিমের সন্তুষ্টি প্রকাশ

ট্রাম্পের চিঠি, কিমের সন্তুষ্টি প্রকাশ

বাংলাদেশ সংবাদ – উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চিঠি পেয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ‘মহা সন্তুষ্টি’ প্রকাশ করেছেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায় এ বৈঠকের জন্য কিম ভাল প্রস্তুতি নিচ্ছেন।

চিঠিটি উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল দেশটির নেতার কাছে হস্তান্তর করেন। গত সপ্তাহে চোল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। দশকের পর দশক ধরে চলা এ দুদেশের মধ্যকার শত্রুতার নিরসন ঘটানোর লক্ষে এই দেশ দুটি নিরস্ত্রীকরণ চুক্তি করার চেষ্টা করছে।

কেসিএনএ এর খবরে বলা হয়, ‘কিম ট্রাম্পের অনেক প্রশংসা করেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলনের বৃহৎ স্বার্থে নিরস্ত্রীকরণের বিষয়টি নিরসনের ইচ্ছা ব্যক্ত করেন।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন