বাগযুদ্ধে জড়ালো রাশিয়া ও জাপান

বাগযুদ্ধে জড়ালো রাশিয়া ও জাপান
Japanese Prime Minister Shinzo Abe and Russian President Vladimir Putin attend a meeting on the sidelines of the ASEAN-Russia Summit in Singapore, November 14, 2018. Sputnik/Alexei Druzhinin/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

বাংলাদেশ সংবাদ – বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে বাগযুদ্ধ হয়েছে রাশিয়া ও জাপানের মাঝে।

জাপান ও রাশিয়ার নেতৃবৃন্দের বৈঠকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে এ বাগবিতন্ডা হয়েছে।

পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ বলেছিলেন, বৈঠকটি ‘সহজ হবে না।’

রাশিয়া ক্ষুব্ধভাবে জাপানের বিরুদ্ধে এই শীর্ষ বৈঠককে সামনে রেখে উত্তেজনা বাড়ানো ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় মেনে না নেয়ার অভিযোগ করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন