শেষ ওভারে মোস্তাফিজ ম্যাজিকে চ্যাম্পিয়ন মাশরাফিদের হার

শেষ ওভারে মোস্তাফিজ ম্যাজিকে চ্যাম্পিয়ন মাশরাফিদের হার

বাংলাদেশ সংবাদ – ১৩৬ রানের সহজ লক্ষ্য নিয়ে সবাইকে অবাক করে দিয়ে ব্যাট হাতে অপেনিংয়ে নেমেছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। কিন্তু শেষ বিকেলে উল্টো চওড়া হলো মোস্তাফিজ-মিরাজদের হাসিটাই।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়েও দারুণ এক জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস।

এদিন শুরুতেই ব্যাট করতে নামা মাশরাফি শূণ্য রানে কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে সাজঘরে ফিরলেও সেই রাব্বির ওপরই চড়াও হন রংপুরের আরেক অপেনার ক্রিস গেইল। ১৪ বলে ২ চার ২ ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

এর পর রিলে রুশোর সঙ্গে জুটি গড়ে রংপুরকে জয়ের পথেই রেখেছিলেন মোহাম্মদ মিঠুন। মোহাম্মদ হাফিজের বলে আউট হওয়ার আগে মিঠুনের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩০ রান। সেই হাফিজেরই শিকার হয়ে ফিরেন রবি বোপারা। পরক্ষণেই রান আউট হন বেনি হাওয়েল। ইসরু উদানার বলে আউট হন নাহিদুল ইসলাম সাজঘরে ফিরলে জমে উঠে ম্যাচ।

১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে এক প্রান্ত আগলে রেখেও শেষ রক্ষা করতে পারেননি রংপুরের প্রোটিয়া তারকা রিলে রুশো।

শেষ তিন ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিলে রংপুর রাইডার্সের। হাতে পাঁচ উইকেট। এরমধ্যে টুর্নামেন্টে দারুণ খেলা রাইলি রুশো ছিলেন ক্রিজে। কিন্তু মুস্তাফিজের বিপক্ষে সুবিধা করতে পারলেন না তিনি। কাটার মাস্টার ১৮তম ওভারে বল হাতে নিয়ে দেন মাত্র ৪ চার। দুই ওভারে ১৮ রানে নেমে আসে লক্ষ্য। ইসুরু উদানা ১৯তম ওভারে ৮ রান দিয়ে নেন ১ উইকেট।

শেষ ওভারে মুস্তাফিজের কাঁধে পড়ে ১০ রান আটকানোর ভার। শেষ বলে রংপুরের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। কিন্তু রুশো ফিজের বলে নিতে পারেন মাত্র ১ রান। সব মিলে ওই ওভারে মাত্র ৪ রান দেন কাটার মাস্টার। তাতেই তার দল ৫ রানের উত্তেজনাকর জয় পায়।

রাজশাহীর হয়ে রাব্বি ও হাফিজ ২টি করে এবং ইসুরু ‍উদানা ১টি উইকেট নেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হাফিজের ২৬, সৌম্য সরকারের ১৩ বলে ১৮ ও জাকির হোসেনের ৪২ রানের লড়াকু ইনিংসে ভর করে ১৩৫ রানে থামে উত্তরবঙ্গের ব্যাটসম্যানরা।

রংপুরের হয়ে মাশরাফি ও ফরহাদ রেজা ২টি করে এবং সোহাগ গাজী ও শফিউল ইসলাম নেন ১টি করে উইকেট। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন রাজশাহীর জাকির হোসেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল