তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ সংবাদ – : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ৫ বছরে তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মন্ত্রণালয় থেকে পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
আজ সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নতুন করে শপথ নেয়ার পর বাসসকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, আগামী ৫ বছরের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অব্যবহৃত সম্পদ ব্যবহারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কল্যাণে আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সম্মানি ভাতা বৃদ্ধি করাসহ আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করে সেগুলোতে অবকাঠামো গড়ে তোলা হবে।
এছাড়াও আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।

সূত্র – বাসস

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল