বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

বাংলাদেশ সংবাদ – একাদশ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। আর বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্য থাকবেন না বলেও জানানো হয়।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভাপতি হবেন হুসেইন মুহম্মদ এরশাদ এবং উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।

সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এরশাদ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন