গুলশান কার্যালয়ে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা

গুলশান কার্যালয়ে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা

বাংলাদেশ সংবাদ – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হাজির হয়েছেন সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দেশের বিভিন্ন আসনের প্রার্থীদের প্রবেশ করতে দেখা গেছে।

দুপুরে সেখানে দল ও জোটের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে পোলিং এজেন্ট দিতে না দেয়া, ব্যালট ভর্তি করা, ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে না দেয়া, ভোটকেন্দ্র দখলে রাখা, নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ দলীয় আচরণসহ নানা অনিয়মের তথ্য-প্রমাণ তুলে ধরবেন।

বৈঠকের পর জোটের প্রার্থীরা বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের গিয়ে এই স্মারকলিপি দেবেন।

বৈঠক প্রসঙ্গে মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে জানান, মঙ্গলবার সকালেই বিএনপির দফতর থেকে নির্বাচনের অনিয়ম, কারচুপি, এজেন্ট ও নেতাকর্মীদের গ্রেফতার, নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের তালিকা, প্রতিটি কেন্দ্রের অস্বাভাবিক ভোটের হিসাবসহ ৮টি বিষয়ে তথ্য প্রমাণ সহকারে একটি প্রতিবেদন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর জমা দেয়ার জন্য সকল প্রার্থীর কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে।

তিনি জানান, একইসঙ্গে ভোটের দিন ব্যালট পেপারে সিল মারাসহ ভোট কারচুপির ভিডিও ফুটেজ থাকলে সেগুলোও প্রত্যেক প্রার্থীর প্রতিবেদনের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল