সেই বিপিএল দিয়েই প্রথম সুপারস্টারের ফিরে আসার অপেক্ষায় ভক্তরা

সেই বিপিএল দিয়েই প্রথম সুপারস্টারের ফিরে আসার অপেক্ষায় ভক্তরা

বাংলাদেশ সংবাদ – মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে একসময়ের সবচেয়ে জনপ্রিয় নাম যাকে বলা হয় এদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। এদেশের ক্রিকেট ভক্তদের কাছে আশরাফুল ছিলেন একমাত্র ভরসা যে কিনা যেকোন বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয় ছিনিয়ে আনতে পারতেন। কিন্তু সেই সুপারস্টারই ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিং করে এদেশের মানুষের কাছে খলনায়কে পরিনত হন। তারপর পেরিয়ে গেছে অনেক বছর। আশরাফুল তার ভুল স্বীকার করে এদেশের মানুষের কাছে ক্ষমা চান। ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেন ঘরোয়া লীগে। অপেক্ষা ছিল আন্তর্জাতিক অঙ্গনের ক্রিকেটে ফেরা, এবার সেই অপেক্ষাও শেষ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠে নামবেন মোহাম্মদ আশরাফুল।

দীর্ঘ বিরতির পর ফিরেও যে পারফর্ম করা যায়, সেটিই দেখিয়ে দিতে চান মোহাম্মদ আশরাফুল। বুধবার মিরপুর একাডেমি মাঠে নতুন দলের সঙ্গে অনুশীলন করেছেন আশরাফুল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন এবারের বিপিএলে তার লক্ষ্যের কথা।

“আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তি পেয়েছি। পাঁচ বছর নয় মাস বাইরে ছিলাম এই ফরম্যাট থেকে। অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত হয়েছে। গত দুটি বছর ঘরোয়া ক্রিকেটে খেলেছি। মোটামুটি ভালো খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ, বিসিএলের এই মৌসুম ভালো হয়েছে। আমার যারা ভক্ত আছেন, তারা অপেক্ষায় আছেন যেন আমি আবার ফিরে আসতে পারি। তাদের জন্য হলেও চেষ্টা করব এই বিপিএলে ভালো খেলতে।”

“যদি ফিরে আসতে পারি, একটি উদাহরণ তৈরি হবে যে দীর্ঘ সময় বাইরে থেকেও আবার পারফরম্যান্স দিয়ে ফিরে আসা যায়। যদিও এটা কঠিন চ্যালেঞ্জ বলে মনে করি।”

ঘরোয়া ক্রিকেটে ফেরার পর মোটামুটি পারফর্ম করেছেন আশরাফুল। গত ঢাকা প্রিমিয়ার লিগে করেছিলেন ৫টি সেঞ্চুরি। যদিও টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ও সেঞ্চুরিগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। তবে আলোচনায় উঠে আসতে পেরেছিলেন। এবার জাতীয় লিগে পারফরম্যান্স বাজে হলেও পরে রান পেয়েছেন বিসিএলে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা জানেন বলেই আশরাফুল তাকিয়ে বিপিএলে। এখানে ভালো করেই জাতীয় দলে ফেরার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে চান।

উল্লেখ্য ২০১৩ বিপিএলে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। প্রথম দফায় ঘরোয়া ক্রিকেটে তার নিষেধাজ্ঞা শেষ হয় ২০১৬ সালে। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটেও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান গত অগাস্টে। এবার তাই আবার খেলতে পারবেন বিপিএলে। গত অক্টোবরে নিলামে তাকে দলে নেয় চিটাগং ভাইকিংস।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল