আজকের এই দিনে

আজকের এই দিনে

বাংলাদেশ সংবাদ – আজ (বুধবার) ০২ জানুয়ারি’২০১৯

আইজ্যাক অ্যাসিমভ জন্ম
১৯২০ সালের এ দিনে খ্যাতিমান বিজ্ঞান লেখক এবং প্রাণ রসায়নের অধ্যাপক আইজ্যাক অ্যাসিমভ জন্ম গ্রহণ করেছিলেন। তিনি রাশিয়ায় জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন। অ্যাসিমভ তিনি বিজ্ঞান কল্প এবং বিজ্ঞান ভিত্তিক রচনার জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ৫ শতাধিক পুস্তক রচনা এবং সম্পাদনা করেছেন। তার রচিত বিজ্ঞান কল্প নিয়ে চলচিত্র নির্মিত হয়েছে। এ ছাড়া ৯ হাজারের উপর পত্র লিখেছেন। তার জনপ্রিয় বিজ্ঞানের বইগুলোতে তিনি বিজ্ঞানের বিষয়টি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করেছেন। খ্যাতিমান এই লেখক ১৯৯২ সালের ৬ এপ্রিল পরলোকগমন করেন।

ডাকব্যবস্থার সূচনা
১৮৪৩ সালের এ দিনে অস্ট্রেয়িার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাকব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাকবাক্স স্থাপন করা হয়। সে সময় বিশেষ নৌ যান এবং দ্রুতগামী অশ্বের মাধ্যমে চিঠি পত্র আদান-প্রদানের যে বৈধ ব্যবস্থা গড়ে উঠেছিলো এ ডাক ব্যবস্থা তার স্থলাভিষিক্ত হয়। তবে পরবর্তীতে এই যে সব যোগাযোগের যে নতুন ব্যবস্থা গড়ে উঠে ডাকব্যবস্থা সেগুলোর সহায়তা গ্রহণ করে।

ইমাম খোমেনীর ঐতিহাসিক পত্রে পেরণ
১৯৮৯ সালের এ দিনে ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনী(রহ) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিকাইল গর্ভাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন। ইমাম খোমেনী তার এই ঐতিহাসিক পত্রে বলেছিলেন, অর্থনৈতিক সমস্যা বা স্বাধীনতাহীনতা আপনাদের প্রধান সমস্যা নয়। প্রধান সমস্যা হলো সত্যিকারের খোদা বিশ্বাসের অনুপস্থিতি যা পাশ্চাত্যকেও অশ্লীলতা ও সামাজিক অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে বা ভবিষ্যতে সে পথে ঠেলে দিবে। এই পত্রে ইমাম খোমেনী (রহ) আরো বলেছিলেন, এখন থেকে কমিউনিজমকে বিশ্বের রাজনৈতিক ইতিহাসের যাদুঘরগুলোতে খুঁজতে হবে। কারণ, মানুষের সত্যিকার প্রয়োজনের ব্যাপারে কোনো সদুত্তর মার্কসবাদে নেই। কারণ এটি একটি বস্তুবাদী মতবাদ। এরপর তিনি তার পত্রে বলেন, ইসলামের ওপর গভীরভাবে গবেষণা করার জন্যে আমি আপনাকে আহবান জানাচ্ছি, এটা এ জন্যে নয় যে ইসলাম ও মুসলমানদের আপনাকে প্রয়োজন, বরং এজন্যে যে, ইসলামের মহান ও চিরন্তন মূলক্ষ্যবোধ সকল জাতির সুখ-স্বাচ্ছন্দ্য ও মুক্তির উপায় হতে পারে এবং যেটা মানব জাতির মৌলিক সমস্যাগুলোকে নিরসন করতে পারে। কমিউনিজমকে বিশ্বের রাজনৈতিক ইতিহাসের যাদুঘরগুলোতে খুজতে হবে বলেইমাম খোমেনীর যে ভবিষ্যত বাণী করেছিলেন, মাত্র দু’বছর পর বাস্তবরূপ লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

ইসাবেলার কাছে গ্রানাডার পতন
১৪৯২ সালের ২ রা জানুয়ারী রাজা ৫ম ফার্ডিন্যান্ড এবং রাণী প্রথম ইসাবেলার কাছে গ্রানাডার পতন ঘটে এবং এর মাধ্যমে দু:খজনক ভাবে স্পেন থেকে মুসলিম রাজত্বের অবসান ঘটে। এর আগে দুই শ বছর ধরে গ্রানাডায় বিকাশ ঘটেছিলো। কিন্তু পঞ্চদশ দশকের গোড়ার দিকে মূলত অন্ত:দ্বন্দের জন্য গ্রানাডায় মুসলিম রাজত্বের অবক্ষয় শুরু হয়। ১৪৯২ সালের ২রা জানুয়ারী মাসে গ্রানাডা আত্ম সমর্পণ করার পর স্পেনের রাজা সকল মুসলমানকে জোর পূর্বক খৃস্টান ধর্মে দীক্ষিত করার নির্দেশ প্রদান করেন।। পরবর্তী শতক ধরে স্পেনের মুসলমানদের উপর ভয়াবহ অত্যাচার নেমে আসে। এরপরও যারা ইসলাম আকড়ে ছিলেন তাদেরকে ১৬০৯ সালে স্পেন থেকে বহিস্কার করা হয়।

যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চু্ক্িতর অনুমোদন স্থগিত
১৯৮০ সালের এ দিনে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট-দুই পরমাণু অন্ত্র চু্ক্িতর অনুমোদন স্থগিত করে দেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অনুরোধে এই অনুমোদন স্থগিত রাখা হয়। একই সাথে মস্কোয় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে স্বদেশে তলব করা হয়। আর এই তৎপরতার দ্বারা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে পরোক্ষ ভাবে জানিয়ে দেয় ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত যে দাঁতাত চলেছে তার দিন শেষ হয়ে গেছে।

০ মুরদের কাছ থেকে স্পেনের গ্রানাডা দখল (১৪৯২)
০ রর্বাট ক্লাইভের কলকাতা দখল (১৭৫৭)
০ লুইদাগের প্রথম চাদের আলোকচিত্র ধারণ (১৮৩৯)
০ সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত (১৮৯০)
০ দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় জাপান ফিলিপাইনের রাজধানী ম্যানিলা দখল করে নেয় (১৯৪২)
০ পানামার রাষ্ট্রপতি আন্তোনিও রেমন নিহত (১৯৫৫)
০ ভারতের সংগ্রামী নাট্য ব্যক্তিত্ব সফদর হাশমি ঘাতকদের হাতে নিহত (১৯৮৯)
০ পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান জয়ী (১৯৬৫)
০ স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ৬৬ জনের মৃত্যু (১৯৭১)
০ মেক্সিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ক্রিস্তোবাল ডি. লাস কাসাস দখল করে। এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ৫৭ (১৯৯৪)

Comments are closed.

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল