বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুস্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পুস্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ সংবাদ – মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১৬ ডিসেম্বর সকাল ৮.৩০ টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করা হয়। তিনি আরো বলেন স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কটসহ তাদেরকে নির্বাচন প্রক্রিয়ার বাহিরে রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করার আহ্বান জানান। সকাল ১১টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ মাসুদ আলম, সদস্য কবি মায়ারাজ, কবি মাওলানা শামছুল হক হাবিবী, পলাশ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

কবিতা শক্তি ও প্রেরণার উৎস …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল