আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২০

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২০

বাংলাদেশ সংবাদ – আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলার এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল লতিফ ফাজলি জানান, শুক্রবার শেষ বেলায় হামলার ঘটনাটি ঘটে। এতে ১২ জন শিশু ও ৮ জন নারী নিহত হয়েছেন। হামলার এ ঘটনায় ১৫ জন বেসামরিক লোক আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সও হামলার এ ঘটনায় ২০ জন নিহতের বিষয়টি জানিয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে ১২ জনই শিশু। অন্যান্য সংবাদমাধ্যমগুলো নিহত ২০ জনের মধ্যে ৮ জন নারীর বিষয়টি নিশ্চিত করলেও রয়টার্স তা কিছু বলেনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবান কমান্ডার শরীফ মাবিয়াকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয় কিন্তু অভিযানের সময় বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে।

তবে ন্যাটোর মুখপাত্র ২০ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা অস্বীকৃতি জানায়। তিনি বলেন এ হামলায় ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল