গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে, চলবে – ফখরুল

গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে, চলবে – ফখরুল

বাংলাদেশ সংবাদ – আজ রোববার মহান বিজয় দিবসে বিএনপির পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের সংগ্রাম চলছে, চলবে।

সকাল নয়টার দিকে বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। আজ ফের সেই চেতনা প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁদের সংগ্রাম করতে হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির জন্যও সংগ্রাম চলছে বলে জানান মির্জা ফখরুল।

বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য বিরোধী দলের ওপর সাংঘাতিক নির্যাতন চালাচ্ছে সরকার। প্রতিনিয়ত বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা হচ্ছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনেন বিএনপির মহাসচিব।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল