মির্জা আব্বাসের ওপর হামলার অভিযোগ

মির্জা আব্বাসের ওপর হামলার অভিযোগ

বাংলাদেশ সংবাদ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুপুর ১টার দিকে এ হামলা হয় বলে দাবি তাদের।

বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি জানান, ‘মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি দল নিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন। দলটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক অতর্কিত হামলা করে। এসময় মির্জা আব্বাসের ওপরও হামলা চালানো হয়। কর্মীরা ঘেরাও দিয়ে তাকে রক্ষা করে। ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন।’

মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

Comments are closed.

More News...

কবিতা শক্তি ও প্রেরণার উৎস …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল