বাংলাদেশ সংবাদ – দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী উইন্ডিজকে এক ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানের হারিয়েছে টাইগাররা। ফলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ক্যারিবীয়দের বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) করলেন টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২ ডিসেম্বর) দিনটি টাইগারদের এক ঐতিহাসিক দিন। নিজের টেস্ট ইসিহাসের প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅন করায় বাংলাদেশ। তাতেই বাজিমাত, প্রথমবারের মতো বাংলাদেশ পেল টেস্টে নিজেদের সবচেয়ে বড় জয়।
এই জয়ে দারুণ অবদান করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন এই ম্যাচে। ১১৭ রানে ১২ উইকেট নেন এই অফ স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে ১২ উইকেট তার আগের সেরা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৫ উইকেট।
টেস্টের শুরু থেকেই ধুকতে থাকা ক্যারিবীয়রা এদিন (২ ডিসেম্বর) ফলোঅনের পড়ার আশঙ্কা নিয়েই মাঠে নেমেছিল। ৪৩৩ রানে পিছিয়ে থাকা শিমরন হেটমায়ার-শেন ডোরিচরা শুরুটা সাবধানেই করেছিল। কিন্তু মিরাজের ঘূর্ণিতে বেশিক্ষণ ঠিকে থাকেনি ‘সাবধানতা’। দলীয় স্কোরের ১১ রান যোগ করতেই বিদায় ঘটে হেটমায়ারের।
আগের দিনে শক্ত প্রতিরোধ গড়া হেটমায়ার ব্যক্তিগত ৩৯ রানের ফিরে গেলে দলীয় ৬ রান যোগ করতেই ফিরে যান দেবেন্দ্র বিশু ও কেমার রোচ। দলীয় ১১০ রানের ফেরেন শেন ডোরিচ। আর ১ রান যোগ করতেই সফরকারীদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুতেও প্রথম আঘাত হানে সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে এলবির ফাঁদে ফেলেন সাকিব। আর কাইরন পাওয়েল মিরাজে বল এগিয়ে মারতে গেলে মুশফিকের কাছে স্ট্যাম্পিং হন। দ্বিতীয় ইনিংসে ১ রানে ২ উইকেট হারায় দলটি।
এরপর দলীয় ২৩ রানে ক্যারিবীয়দের তৃতীয় উইকেটের পতন ঘটে। এবার সফরকারী শিবিরে আঘাত হানেন তাইজুল। সুনিল এ্যামব্রিসকে ৪ রানে এলবিডব্লিউ এর ফঁদে ফেলেন তিনি। ২৯ রানে তাইজুলের বলেই ৩ রান করে মুমিনুলের তালুবন্দি হয়ে বিদায় নেন রোস্টন চেজ। এর শাই হোপকে সঙ্গে নিয়ে কিছু প্রতিরোধ গড়েন শিমরন হেটমায়ার। দলীয় ৮৫ রানের হোপের বিদায় ঘটলে শেন ডোরিচ ফেরেন ৯৬ রানে। হেটমায়ার এবার দেবেন্দ্র বিশুকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করে কিছুটা সফল হয়। দলীয় ১৪৩ রানের মিরাজের বলে বিশু বিদায় নিলে হেটমায়ারও বিদায় নেন ১৬৬ রানে। ফেরার আগে ওয়ানডে গতিতে হেটমায়ারের সংগ্রহ ৯৩ রান। এর টাইগারদের জয়ের আনুষ্ঠানিকতা বাকি। ১৭১ রানে ওয়ারিকান আর ২১৩ রানের লুইসের বিদায় হলে ইনিংসের সমাপ্তি ঘটে ক্যারিবীয়দের। সেই সাথে মিরপুরের মাঠে টাইগারদের রচিত হয় আরেক ইতিহাস।
এর আগে শনিবার (১ ডিসেম্বর) ৫ উইকেটে ৭৫ রান তুলে কোনও রকম দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৫০৮ রানের বিপরীতে প্রথম ইনিংসে ৪৩৩ রানে এগিয়ে থাকে স্বাগতিক বাংলাদেশ।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...