মুক্তিযুদ্ধের চেতনা সকলকে হৃদয়ে ধারণ করতে হবে – বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ

মুক্তিযুদ্ধের চেতনা সকলকে হৃদয়ে ধারণ করতে হবে – বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ

বাংলাদেশ সংবাদবাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সকলকে হৃদয়ে ধারণ করতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু এই বিজয় যেমন আনন্দের, তেমনি বেদনার। কারণ বাঙালি জাতি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বিজয় অর্জন করেছে। মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১ ডিসেম্বর সকালে ঢাকার কলাবাগান থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত বিজয় র‌্যালী ও ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাঙালি জাতির সবচেয়ে মহত্তম ও শ্রেষ্ঠ অর্জণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জণ করেছে এই স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্থান করে নেয় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত ও প্রসারিত করতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, সংগঠনের চাদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সদস্য লায়ন খান আকতারুজ্জামান, কবি মায়ারাজ, মাওলানা শামসুল হক হাবিবী প্রমুখ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন