মাহমুদুল্লাহ’র সেঞ্চুরি, রান পাহাড়ের পথে বাংলাদেশ

মাহমুদুল্লাহ’র সেঞ্চুরি, রান পাহাড়ের পথে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ – সফরকারী উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে নিজের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের এই সহ-অধিনায়কের ব্যাটে ভর করে রান পাহাড়ের পথে এগোচ্ছে বাংলাদেশ। রিয়াদকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।

শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এখন চা-পানের বিরতি চলছে।

দিনের শেষ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪৭১ রান। ক্রিজে আছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ১১১ রান এবং তাইজুল ইসলাম ২২ রানে।

এদিন প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানের স্কোর নিয়ে শুরু করে বাংলাদেশ। শুরুটা বেশ ভালোই করেছিলে আগের দিনে শক্ত পার্টনারশিপ গড়া সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৩০০ রানের গণ্ডিও পার করেন এই জুটি। এরপরই কিমার রোচের বলে হোপের হাতে বন্দি হয়ে ফেরেন প্যাভিলিয়নে। ৮০ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

এই অলরাউন্ডারের পর মাঠে এসেই ওয়ানডে গতিতে শুরু করেন লিটন দাস। সহ-অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে ৫১ বলে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। তবে বেশিক্ষন এগোয়নি এই ওয়ানডে গতি। ক্রেইগ ব্রাফেটের বোল্ডের শিকার হয়ে ব্যক্তিগত ৫৪ রানে ফিরে গেলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৯৩ রান। এরপর ৪১৬ রানের মাথায় মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হলে রিয়াদের সঙ্গে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম।

এর আগে শুক্রবার (৩০ নভেম্বর) টেস্টের প্রথম দিন শুরুর দিকে বিপদে পড়লেও স্বস্তিতেই দিন শেষে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, সাদমানের ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে টাইগাররা।

ঢাকা টেস্টে শুরুর দিনে হাফ সেঞ্চুরির দেখা পান দুই জন। এর মধ্যে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম। বাকি হাফ সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান। অভিষেকে বাজিমাত করা সাদমান করেছেন ৭৬ রান।। বিশ্বেসেরা অলরাউরাউন্ডার সাকিব আল হাসান এ দিন তাঁর ক্যারিয়ারে ২৪তম হাফ সেঞ্চুরি করেছেন

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন