অসহায় গরীব কৃষকদের ঋণ শোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অমিতাভ

অসহায় গরীব কৃষকদের ঋণ শোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অমিতাভ

বাংলাদেশ সংবাদ- কেউ ধারদেনা করে কষ্টে দিন কাটাচ্ছিলেন, কেউবা করছিলেন আত্মহত্যার চিন্তা। এমন অসহায় গরীব কৃষকদের ঋণ শোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। পরিচয় দিলেন মহানুভবতার। সিএনএন।

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষকদের নেয়া পাঁচ লাখ ৬০ হাজার ডলারের বেশি কৃষি ঋণের অর্থ পরিশোধ করেছেন তিনি। মঙ্গলবার নিজের ব্লগে অমিতাভ লিখেন, ১৩৯৮ জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছি। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোন কিছু ভিন্ন এক অনুভূতি দিয়েছে।

অমিতাভের সহায়তা পাওয়া কৃষকরা ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। আর অমিতাভ বচ্চনের জন্মস্থানও এই উত্তর প্রদেশে।

ভারতে ২০১৩ সাল থেকে কৃষি ঋণের বোঝা সইতে না পেরে ১১ হাজার ৭৭২ জন কৃষক আত্মহত্যা করেছেন। প্রতিবছর দেশটির হাজারো কৃষক একই পথ বেঁছে নেয়। এছাড়া দেশটির কৃষিখাতও খরায় ভুগছে। বেড়ে গেছে কৃষকদের পানির খরচ ও কিন্তু কমেছে উৎপাদন।

ঋণ পরিশোধ নিয়ে নিজের অনুভূতির কথা লিখেন অমিতাভ। তার ভাষায়, ‘কৃষকরা দীর্ঘদিন ধরে একটি বোঝা সহ্য করছিলো, বোঝা নামিয়ে দেয়ায় কৃতজ্ঞতার যেন শেষ নেই তাদের। ইচ্ছাপূরণ করে দেয়ার কারণে আসা এই কৃতজ্ঞতা গভীর শান্তি দেয়।’

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল