উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

বাংলাদেশ সংবাদ- উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। দলে ফিরেছেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান ও সৌম্য সরকার। শনিবার দুপুরে দল ঘোষণা করা হয়।

বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাদের তালিকায় আবু জায়েদ রাহী’র নাম রয়েছে।

বাঁহাতি অর্থোডক্স নাজমুল ইসলাম অপুকে বাদ দেওয়া হয়েছে। সিলেটে অভিষেক টেস্ট খুব বেশি কিছু করতে পারেননি তিনি। যে কারণে ঢাকা টেস্টেই একাদশ থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এবার স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হলো।

তার বদলে সুযোগ পেয়েছেন ডানহাতি অফস্পিনার নাঈম হাসান। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।

ব্যাটসম্যান হিসেবে বাদ পড়েছেন বাঁহাতি টপঅর্ডার নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজে ব্যর্থতার পরিচয় দেয়া শান্ত, কিছু করতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে।

শান্তর জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। আর পেসার হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

২২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৮ তারিখে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশে বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন