মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত নারী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত নারী

বাংলাদেশ সংবাদ- মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত নারী।

তুসলী গব্বার্ড নামের ওই নারী চারবার সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। ডেমোক্র্যাট দলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সম্পৃক্ত।

যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হননি। তবে এ বিষয়টি মার্কিন ভোটারদের অনেকেই ভাবছেন যে, কোনো নারীর প্রেসিডেন্ট হওয়া উচিত।

হাওয়াই অঙ্গরাজ্যে ৩৭ বছর বয়সী তুলসী বেশ জনপ্রিয়। তবে সমগ্র আমেরিকাতেই প্রবাসী ভারতীয়দের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। তুসলী নিজে এখনো প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। কিন্তু প্রার্থী হওয়ার সম্ভবানাকেও উড়িয়ে দেননি তিনি।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন