মার্কিন অবরোধ সগৌরবে উপেক্ষার অঙ্গীকার ইরানের

মার্কিন অবরোধ সগৌরবে উপেক্ষার অঙ্গীকার ইরানের

বাংলাদেশ সংবাদ- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ গর্বের সাথে উপেক্ষা করবে।
ইরানের তেল ও আর্থিক খাতের ওপর যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে কঠোর অবরোধ সোমবার কার্যকর হচ্ছে।
এর প্রতিক্রিয়ায় রুহানি আরো বলেন, আমি ঘোষণা করছি, আপনাদের অবৈধ ও অন্যায্য অবরোধ আমরা গর্বের সঙ্গে পাশ কাটিয়ে যাবো। কারণ, এটি আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ।’
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। নতুন আরোপিত এ অবরোধ ওয়াশিংটন এ যাবতকালের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেছে। এ অবরোধের লক্ষ্য ইরানের তেল রূপ্তানী বন্ধ করা এবং দেশটিকে আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলা।
কিন্তু রোববার রুহানি সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, দেখ আমরা কি করেছি। আমরা পূর্বের যে কোন সময়ের তুলনায় বাজারে আরো বেশি অপরিশোধিত তেল নিয়ে এসেছি।’
তিনি আরো বলেন, তারা অব্যাহতভাবে আমাদের বার্তা দিয়ে যাচ্ছে, চল বসি- আলোচনা করি। কিন্তু কিসের আলোচনা? প্রথমে আপনারা-আমরা যে আলোচনা শেষ করেছি তার প্রতি শ্রদ্ধা জানান। তাহলেই পরবর্তী আলোচনার ভিত্তি তৈরি হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেছেন।

সূত্র- বাসস

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন