ড. কামাল সন্তুষ্ট হলেও বিএনপি আলোচনায় সন্তুষ্ট নয়

ড. কামাল সন্তুষ্ট হলেও বিএনপি  আলোচনায় সন্তুষ্ট নয়

বাংলাদেশ সংবাদ- প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে ড. কামাল গণভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন,’ আমি আলোচনায় সন্তু। ‘ অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,’ আমরা আলোচনায় সন্তুষ্ট নই।’

এদিকে সংলাপ শেষে বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন-‘আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম। আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছে। তারা তাদের নানা ধরনের অভিযোগের কথা বলেছেন। সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তব্য দিয়েছেন। তবে আমরা সে বক্তব্যে বিশেষ কোনো সমাধান পাইনি।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আলোচনায় সন্তুষ্ট নই। প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কথা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী কোনও সুনির্দিষ্ট কথা বলেননি।’

সংলাপ নিয়ে বিএনপি আশাবাদী কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুব সন্তুষ্ট নই। আমরা তফসিলের ব্যাপারে বলেছি। তিনি বলেছেন, নির্বাচনের তফসিল দেওয়ার এখতিয়ার তাদের নেই। তফসিল দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন