চট্টগ্রামে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ সংবাদ- চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাসের আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর একজন ৩ বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

অন্যদিকে মা সোনিয়া আক্তার (২৫), সোনিয়ার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে নারায়ণ ধর জানান।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে ওই দুর্ঘটনা ঘটে। ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন ধরে যায়।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন