লায়ন গনি মিয়া বাবুল বিশ্ব বাঙালি সম্মাননা পদকে ভূষিত

লায়ন গনি মিয়া বাবুল বিশ্ব বাঙালি সম্মাননা পদকে ভূষিত

বাংলাদেশ সংবাদ- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বঙ্গবন্ধু গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘বিশ্ব বাঙালি সম্মাননা পদক-২০১৮’ এ ভূষিত হয়েছেন।

বিশ্ব বাঙালি সম্মেলন ও শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে ২৬ অক্টোবর সকালে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিসৌধ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদ এর চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। সংগঠনের সভাপতি কবি মু. আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও শেরে বাংলা ফাউন্ডেশনের সভাপতি এ কে ফাইয়াজুল হক রাজু। উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ, জীবন ও কর্ম নিয়ে ১৯৯১ সাল থেকে গবেষণা ও চর্চা করে আসছেন। বঙ্গবন্ধুর আদর্শ সংরক্ষণ ও সঞ্চারিত করতে তার লেখা অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও ছড়া বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে তার সম্পাদনায় ‘মৃত্যুঞ্জয়ী’, হৃদয়ে বঙ্গবন্ধু, চেতনায় বঙ্গবন্ধু, জাতির পিতা প্রভৃতি শিরোনামে ১২টি স্মরণিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার সম্পাদনায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠিত প্রায় ৬ হাজার আলোচনাসভা, সেমিনার, কর্মশালা প্রভৃতি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেছেন। তিনি এই সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Comments are closed.

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল