ধর্মঘটের নামে চলছে সাধারণ মানুষকে হেনেস্তা ও পোড়া মবিল আতঙ্ক

ধর্মঘটের নামে চলছে সাধারণ মানুষকে হেনেস্তা ও পোড়া মবিল আতঙ্ক

বাংলাদেশ সংবাদ~(মোঃ মিজানুর রহমান)~’সড়ক পরিবহন আইন- ২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর ডাকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে।

সারাদেশে এক যুগে চলা এই ধর্মঘটের কারনে সকাল থেকেই সাধারণ মানুষ পরিবহন সংকটের কারনে চরম ভোগান্তিতে পড়ে। অফিসগামী মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালগামী অসুস্থ রোগী সহ সকল পেশার মানুষ এই ধর্মঘটের কারনে জিম্মি হয়ে আছে।

এদিকে শ্রমিক ফেডারেশনের নেতারা শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মঘটের সাথে জড়িত শ্রমিকদের উৎশৃঙ্খল আচরণ চোখে পড়ে। শ্রমিকরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মুখে কালো পোড়া মবিল লাগিয়ে দেওয়া থেকে শুরু করে স্কুল কলেজের ছেলেমেয়েদের হেনেস্তা করতেও দেখা গেছে।

শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ব্যক্তিগত গাড়ি,মোটরসাইকেল এমনকি রিকশা পর্যন্ত চলতে বাধা সৃষ্টি করছে। তারা এসব যানবাহন আটকিয়ে দিয়ে যাত্রীদের সাথে অসদাচরণ করে নামিয়ে দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় পোড়া মবিল যাত্রীদের শরীরে লাগিয়ে দিচ্ছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা দেখে এবং সারাদেশে থেকে আমাদের সংবাদকর্মীদের পাঠানো রিপোর্টে এসব তথ্য উঠে আসে।

এদিকে নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান এই পরিবহন ধর্মঘটের বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন – এই মুহূর্তে এই আইন সংশোধন করা সম্ভব নয়,এটা আলোচনা সাপেক্ষ। অন্যদিকে বিরোধীদল এবং বিএনপি কিংবা জাতীয় এক্যফ্রন্ট থেকেও এবিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখনো।

উল্লেখ্য সরকারের মন্ত্রী শাহজাহান খান, বিএনপি নেতা শিমুল বিশ্বাস, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গাসহ আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের অনেক প্রভাবশালী লোকজনের ইশারায় এই পরিবহন সেক্টর নিয়ন্ত্রিত হয় বলে গুঞ্জন রয়েছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন