ধর্মঘটের কারনে রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট

ধর্মঘটের কারনে রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট

বাংলাদেশ সংবাদ নিউজ- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সকাল ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’র ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকাসহ সারাদেশে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

ভোর থেকেই বিআরটিসির বাস ছাড়া অন্য কোন গণপরিবহন রাস্তায় ছাড়েননি মালিকরা। যার জন্য ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে।

যানবাহন না থাকায় অফিসগামী মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক সময় পর পর দুই-একটি বিআরটিসি বাস আসলেও সেগুলো থাকে যাত্রীতে পূর্ণ। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর মোহম্মদপুর, মহাখালী, উত্তরা, মিরপুর, গাবতলী, আজিমপুর, জিগাতলা, ফার্মগেট এলাকায় গণপরিবহন কম দেখা গেছে। এছাড়া গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়দাবাদ এলাকায়ও গণপরিবহন চলাচল করছে না।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল