জাতীয় ঐক্য বিএনপির সাথে করেছি, তারেক কিংবা জামাতের সাথে নয় বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন।
সোমবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স লাউঞ্জে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড.কামাল বলেনঃ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্য বজায় রাখার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করে যাবে। যাতে করে রাষ্ট্র ও সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চার জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।
৭ দফা দাবির কথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেনঃ জাতীয় ঐক্যফ্রট এই লক্ষ্যগুলোর প্রতি সংকল্পবদ্ধ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই লক্ষ্যগুলো অর্জনে কাজ করে যাওয়া ছাড়া অন্য কোনও বিষয়ে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত দলগুলোর মধ্যে কোনও সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।