শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ফ্রন্ট নামে নতুন বৃহত্তর ঐক্য গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি, ও নাগরিক ঐক্য নিয়ে গঠিত এই জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকবেন ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরু, আ স ম আব্দুর রউফ, মাহমুদুর রহমান মান্না সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য ঘোষণা করা হয়।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টে বি চৌধুরীর বিকল্পধারা থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত বি চৌধুরীকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হল।