আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্টের ব্যাটিং নৈপুন্যে হায়দারাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের পথে আছে ভারত। রাহানের ৭৫ ও পন্টের ৮৫ রানের সুবাদে স্বাগতিকরা দিন শেষে ৪ উইকেটে ৩০৮ রান তুলেছে।
৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৩ রানে পিছিয়ে রয়েছে তারা। ১৬২ রানে চতুর্থ উইকেট হারানোর পর রাহানে-পন্ট জুটি অবিচ্ছিন্ন ১৪৬ রান যোগ করেন। এর আগে রোস্টন চেজের ১০৬ রানের সুবাদে ৩১১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্টের দুই ইনিংসে দুইশ রানও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে রোস্টন চেজের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৯৫ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। ৯৮ রানে অপরাজিত থাকেন চেজ।
দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি হাঁকান চেজ। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটি বড় করতে পারেননি। থেমে যান ১০৬ রানে।
১৮৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান চেজ। তার বিদায়ের পর ৩১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের ডান-হাতি পেসার উমেশ যাদব ৮৮ রানে ৬ উইকেট নেন। ৪০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ সালে ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন উমেশ।
মধ্যাহ্ন-বিরতির আগে ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করে ভারত। উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও পৃথ্বী শ। এরমধ্যে ৩০ বলে ৪২ রান ছিলো শ’র। অনপ্রান্তে দেখেশুনে খেলছিলেন রাহুল। কিন্তু ব্যক্তিগত ৪ রানে থেমে যেতে হয় তাকে।
রাহুলের বিদায়ে ক্রিজে যান চেতেশ্বর পূজারা। ১০ রানের বেশি করতে পারেননি তিনি। তার আগে প্যাভিলিয়নে ফিরেছেন পৃথ্বী। নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি পর এ ম্যাচে ১১ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭০ করা পৃথ্বীর বিদায়ের সঙ্গে ১০২ রানেই তৃতীয় উইকেট হারিয়ে বসে ভারত। ৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
এরপর দলকে চাপমুক্ত করেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দুজন ধীরলয়ে খেলে উইকেটে সেট হওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ১৬২ রানে কোহলিকে হারায় ভারত। ৫টি চারে ৭৮ বলে ৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের শিকার হন ভারত অধিনায়ক। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে ৬০ রান যোগ করেন।
অধিনায়কের বিদায়ের পর শক্ত হাতেই দলের হাল ধরেছেন রাহানে ও পন্ট। দিনের শেষ সেশনটি ভালোভাবেই পার করে দেন তারা। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৬ রান যোগ করেন। এই জুটির কল্যাণেই ৪ উইকেটে ৩০৭ রান তুলে দিন শেষ করে ভারত। রাহানে ৬টি চারে ১৭৪ বলে অপরাজিত ৭৫ ও পন্ট ১০টি চার ও ২টি ছক্কায় ১১৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২টি উইকেট নেন।