দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল শুক্রবার থেকে ওই বৈঠক শুরু হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিল্লি বিমানবন্দনে অবতরণ করেন পুতিন।

সেখান থেকে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

শুক্রবার সাড়ে এগারোটা হায়দ্রাবাদ হাউসে দুদেশের কূটনৈতিক পর্যায়ে বৈঠক হবে। আন্তর্জাতিক কিছু বিষয়সহ মহাকাশ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে কথা হবে। বিকেল সাড়ে ৩টায় ভারত-রাশিয়া বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখবেন পুতিন।

এদিকে, এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির সবচেয়ে বড় দিক হল ওই চুক্তির পর কী সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে কোনও নিষেধাজ্ঞাও জারি করে দিতে পারে টাম্প প্রশাসন। সেই ঝুঁকি নিয়েও রাশিয়ার সঙ্গে চুক্তি করছে ভারত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আইন করেছে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করবে তারা।

সম্প্রতি চীন রাশিয়ার কাছে থেকে সুখোই যুদ্ধবিমান কিনেছে। এর পরই চীনের ওপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য মোট খরচ হবে ৩৬,৬৬৭ কোটি রুপি। ২০০৭ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম তৈরি করে রাশিয়া।

৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম। পাশাপাশি ৪৮টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে।

পুতিনের এ সফরে রাশিয়ার সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকাঠামো ট্রায়াম্ফ কেনার চুক্তি সাক্ষর করতে পারে ভারত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ