৪০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কোটা নয়, মেধার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বৃহস্পতিবার পিএসসি প্রধান বলেন, নিয়োগে কোটা ব্যবস্থা প্রযোজ্য হবে না।
তিনি আরো জানান, ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ক্যাডারদের মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। তবে ইতোমধ্যে চলমান থাকা ৩৯তম বিশেষ বিসিএস ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিয়োগে কোটা থাকবে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং ১৫ নভেম্বর পর্যন্ত তা চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সচিব কমিটির সুপারিশ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। এসব পদে মেধার ভিত্তিতে নিয়োগ হবে।
উল্লেখ্য, এতদিন সরকারি চাকরিতে ৪৪ শতাংশ পদ মেধায় এবং ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ এবং প্রতিবন্ধী ১ শতাংশ রাখা হয়েছিল।