ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন’ এর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিবন্ধন আইনের শর্ত পূরণ করতে না পারায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের এই দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এর ফলে এই দলটি আর তাদের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না।

পরে বৃহস্পতিবার রাতে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ দলটির নিবন্ধন বাতিলের তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তাদের সারা দেশে কোনো অফিস আমরা পাইনি। সময় দেওয়ার পরও তারা তাদের তথ্য দেয়নি। তারা শর্ত পূরণ করেন নাই এবং তাদের কাছ থেকে আমরা যে প্রতিবেদন চেয়েছিলাম তা দাখিল করেন নাই।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলায় কমিটি অথবা থানায় কার্যালয় থাকতে হয়

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন