২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন অ্যালিসন ও হাসুকু

২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন অ্যালিসন ও হাসুকু

এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছেন মার্কিন গবেষক জেমস. পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো।

নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে নোবেল পেয়েছেন।

সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ী নাম ঘোষণা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত