রবিবার (৩০ সেপ্টেম্বর) আইসিসি প্রকাশিত অলরাউন্ডারদের নতুন র্যাঙ্কিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে শীর্ষস্থান চলে গেছেন রশিদ। অন্যদিকে ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারালেও টেস্টের শীর্ষস্থান এখনও সাকিবের দখলে।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। তার আগে ৪ ম্যাচে ৭ উইকেট নিলেও ভাল রান করতে পারেননি। অন্যদিকে রশিদ খান বল হাতে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর এতেই সাকিবকে টপকে গেলেন রশিদ।
র্যাঙ্কিংয়ে সাকিব পিছিয়ে গেলেও এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানের। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৬তম অবস্থানে উঠে এসেছেন মুশফিক। আর বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ।