বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে : রোহিত শর্মা

বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে : রোহিত শর্মা

অধিনায়ক হিসেবে চলতি বছরেই দুটি টুর্নামেন্টে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। একটি নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজ এবং অপরটি সদ্য সমাপ্ত এশিয়া কাপ। দুটি ইভেন্টের ফাইনালেই খেলেছিল বাংলাদেশ-ভারত। আর দুটি শিরোপাই উঠেছে রোহিত শর্মার হাতে। কাছ থেকে তিনি দেখেছেন বাংলাদেশের উন্নতি। তাই প্রশংসা না করে পারলেন না এই হার্ডহিটিং ওপেনার।

এবারের আসর মিলিয়ে এশিয়া কাপে তিনবার রানার্সআপ হলো বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ দুইবার ভারতের কাছে হেরে। ২২২ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেছিল মাশরাফি বাহিনী। রোহিতদের ম্যাচ জিততে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। হারাতে হয়েছে ৭টি উইকেট। ভাগ্য একটু সহায়তা করলে ম্যাচটি জেতার পূর্ণ সুযোগ ছিল টাইগারদের। কিন্তু এবারও স্বপ্নপূরণ হলো না।

তবু টাইগারদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শিরোপা নিয়ে দেশে ফিরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে রোহিত বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম ১০ ওভারেই তাঁরা আমাদের চাপে ফেলে দেয়। বাকি খেলোয়াড়দের সাহায্য না পেলে কাজটা মোটেই সহজ হতো না

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন