‘বিএনপির দাবির সাথে একমত হলে শয়তানও আমাদের বন্ধু’- গয়েশ্বর

‘বিএনপির দাবির সাথে একমত হলে শয়তানও আমাদের বন্ধু’- গয়েশ্বর

বিএনপির দাবিগুলোর সঙ্গে একমত প্রকাশ করে রাজপথে সঙ্গী হলে শয়তানও বিএনপির বন্ধু বলে মন্তব্য করেছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় তিনি বলেন, বিএনপির দাবির সঙ্গে আসলে যদি সে শয়তানও হয়; বিএনপির সঙ্গে থাকতে পারে।

বিএনপির শর্তগুলোর মধ্যে রয়েছে-বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারে পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম বাতিল, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ইত্যাদি।

জাতীয় ঐক্য প্রক্রিয়াকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার মুক্তি, ঐক্যের শক্তি। অথচ লোক নাই, জন নাই। বিএনপির উপর চাপ প্রয়োগ করছেন! এমন করলে দেশের মানুষের কাছে ধিক্কৃত হবেন তারা।

এ জনসভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

জনসভায় প্রধান অতিথি করা হয় বেগম খালেদা জিয়াকে। তবে তার চেয়ারটি খালি রেখেই জনসভা করে বিএনপি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন