আদভিকা’র ৩য় জন্মবার্ষিকী উদযাপন

আদভিকা’র ৩য় জন্মবার্ষিকী উদযাপন

বিশিষ্ট সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নাতনী জাফিরাহ সিনায়াত সানারী আদভিকা’র ৩য় জন্মবার্ষিকী ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার শান্তিনগরস্থ সমতাম থাই চাইনিজ রেষ্টুরেন্টে এক আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান আদভিকা’র পিতা জাকারিয়া মিল্টন, মাতা ডাঃ শরীফা সুলতানা শিউলী, নানা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, নানী মুর্শিদা গনি, দাদা শামসুল আলম মনু মিয়া ও দাদি অধ্যাপক জাকিয়া আলম। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল