বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও সুশাসন প্রতিষ্ঠা করতে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি সাংবাদিকদেরকে ইতিবাচক সংবাদ আরো অধিক পরিবেশন করার আহ্বান জানান। অনলাইন মিডিয়া বঙ্গটিভিডটকম এর উদ্যোগে ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ ট্রপিকানা ভবনের মিলনায়তনে (৯ম তলা) আয়োজিত ‘উন্নত রাষ্ট্র বিনির্মানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে গণমাধ্যমকে আরো শক্তিশালী করতে হবে। বঙ্গটিভিডটকম এর চেয়ারম্যান কবি মায়ারাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা ও নদী গবেষক ইঞ্জিনিয়ার মনিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন মিডিয়া ফোরামের উদ্যোক্তা শরীফ মোহাম্মদ মাসুম।