বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিদায়ী সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকারকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেস কাউন্সিলে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম ও জনসংযোগ কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম রাজিব এবং প্রেস কাউন্সিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিবকে সম্প্রতি সরকারি আদেশ বলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। বিদায়ী সচিবকে (যুগ্ম-সচিব) ফুলেল শুভেচ্ছা জানানোর পর তার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, প্রেস কাউন্সিলকে অধিক গতিশীল করতে বিদায়ী সচিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রেস কাউন্সিলের কার্যক্রমে সর্বদা সহযোগিতা করায় বিদায়ী সচিব শ্যামল চন্দ্র কর্মকার বঙ্গবন্ধু গবেষণা পরিষদকে ধন্যবাদ জানান।