পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন …..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন …..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা ও নানা অনিয়মের কারণে জনজীবন অতিষ্ঠ। লাইসেন্সবিহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালক, গাড়ীর শ্রমিক-মালিক ও প্রশাসনের কতিপয় লোকজনের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। তাদের অনাকাঙ্খিত আচরণ ও বেপরোয়া গাড়ী চালনায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। পরের দিন থেকে বেপরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালনা বন্ধসহ ৯দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৯ দফা দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়া ৬ আগস্ট সোমবার মন্ত্রীসভার বৈঠকে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ৬ আগস্ট বিকেলে আমাদের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর স্থলে আইনটির শিরোনাম ‘সড়ক নিরাপত্তা ও পরিবহন আইন-২০১৮’ হলে অধিক গ্রহণযোগ্য হবে আমি মনে করছি।
চালকের অবহেলা বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ আহত বা নিহত হলে অপরাধ অজামিনযোগ্য বলে বিবেচিত হবে, আইনে তা স্পষ্ট উল্লেখ থাকা প্রয়োজন। তিনি আরো বলেন, নতুন এ আইন সংসদে পাশ হওয়ার পর যথাযথভাবে কার্যকর হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আশা করছি। অপর এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বাস্তবায়নের আন্দোলন মহৎ ও অহিংস ছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন একটি ষড়যন্ত্রমূলক গোষ্ঠির অপতৎপরতায় ভিন্নখাতে চলে যায়, যা অত্যান্ত উদ্বেগজনক। ষড়যন্ত্রকারীরা নানা ধরণের গুজব ছড়ানোর দ্বারা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার চেষ্টা করে। এক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এসকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি সুনিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা বুঝতে পেরে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে ইতিমধ্যে তারা লেখাপড়ায় মনোনিবেশ করেছে। এই জন্যে তিনি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরবর্তী সময়েও ষড়যন্ত্রকারীদের প্রতি সতর্ক ও সজাগ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারী স্বার্থানেসীমহল যে কোন সময় আবারো ষড়যন্ত্রে ও অপতৎপরতায় লিপ্ত হতে পারে। শিক্ষার্থীদের ৯দফা দাবি মেনে নেয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাতে তার জনপ্রিয়তা বেড়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগ এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সকলকে সচেতন করার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন