সিডনিতে বিশ্বের সবচেয়ে বড় মজার দৌড়

সিডনিতে বিশ্বের সবচেয়ে বড় মজার দৌড়

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবারের মতো এবারেও বিশ্বের সবচেয়ে বড় মজার দৌড় প্রতিযোগিতা হবে। ১২ আগস্ট সিডনি শহর থেকে বন্ডাই বিচের সমুদ্রের তীর পর্যন্ত এই দৌড় হবে।

দীর্ঘ ৪৮ বছর ধরে এ প্রতিযোগিতা চলছে। ফান রান নামে পরিচিত ‘সিটি ২ সার্ফ’ শীর্ষক দিনব্যাপী এ দৌড় প্রতিযোগিতায় ৮০ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেয়।

১২ আগস্ট প্রতিযোগিতাটি সিডনির হাইড পার্কের এলিজাবেথ স্ট্রিট থেকে শুরু হয়ে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বখ্যাত বন্ডাই বিচে এসে শেষ হবে। প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক যে-কেউ অংশ নিতে পারে।

গত বছর সিটি ২ সার্ফকে অস্ট্রেলিয়ার সেরা ক্রীড়া আয়োজন হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতাটি মূলত একটি অনুদান তহবিল সংগ্রহের আয়োজন। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এ আয়োজন প্রায় ৩৬ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে এখন পর্যন্ত নয় শতাধিক দাতব্য সংস্থা অনুদান সংগ্রহ করেছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

জাপানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত