বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মাদক দ্রব্যের ব্যবহার একটি ভয়াবহ সামাজিক সমস্যা। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সংগ্রাম করতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। মাদকাসক্তির কারণে দেশের যুবসমাজ তথা যুবশক্তি দ্রুত ধ্বংসের পথে এগিয়ে চলছে। মাদক দ্রব্য মৃত্যু ও ধ্বংস ডেকে আনে। মানুষের দৈহিক সুস্থতা, নৈতিকতা ধ্বংস করে যুব সমাজকে অধৎপতনের মুখে ঠেলে দিচ্ছে। মাদক দ্রব্যতায় সমাজ ও জাতির জন্য বিষাক্ত বিষবাষ্প। ফলে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকের কূফল ও ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা বাড়াতে সংবাদপত্রে ও গণমাধ্যমে ভূমিকা অপরিসীম। বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ৩০ জুলাই বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘মাদকমুক্ত দেশ গড়তে মিডিয়া কর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা, সাংবাদিকদেরকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। দৈনিক নবচেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক রেদওয়ান খন্দকারের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি লায়ন সালাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (জেপি) অতিরিক্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুদ্দিন মোল্লা, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ এর সভাপতি অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার হোসাইন, ছাত্র লীগ নেতা এইচ. এম মেহেদী হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগরের সভাপতি জাফর আহমেদ জয় ও নিউজ ফেয়ারের সম্পাদক টিএকে আজাদ। আলোচনা শেষে সাংবাদিকদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।