রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রধান নির্বাচন কমিশনার ও বঙ্গবন্ধ গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিকরা কাজ করছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশে^ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ সম্প্রতি উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপনের ফলে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। দেশের এই সকল সাফল্যে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। তিনি আরো বলেন, দেশে শক্তিশালী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ২০১৮ এর জাতীয় কাউন্সিল উপলক্ষে ৩০ জুন সকালে ঢাকার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। আরজেএফ’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন, আরজেএফ’র নির্বাচন কমিশনার আলী নিয়ামত, আরজেএফ’র মহাসচিব মোঃ মাহফুজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আরজেএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন, আরজেএফ’র প্রধান নির্বাচন কমিশনার ও অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। নির্বাচনে এস এম জহিরুল ইসলাম চেয়ারম্যান, মোঃ মাহফুজুল হক মহাসচিব, সেকেন্দার আলম শেখ সিনিয়র ভাইস চেয়ারম্যান, মোঃ আল আমিন শাওন যুগ্ম মহাসচিব, সাজ্জাদ আলম খান সজল সাংগঠনিক সম্পাদক, মাহবুব আরা দুলু দপ্তর সম্পাদক ও সৈয়দ আল আমিন হোসেন সোহাগ অর্থ সম্পাদকসহ ৪২ সদস্য বিশিষ্ট আরজেএফ’র কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।