বঙ্গবন্ধু- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি মৃত্যুঞ্জয়ী বাঙালির জয়গান,
স্বাধীনতার ডাক, জাতির মুক্তি
সাতই মার্চে তোমার উক্তি।

জাতির অহংকার তুমি
দিয়েছো স্বাধীনতা বাংলার ভূমি,
স্বাধীনতা জাতীয় পতাকা,
তুমি এক মহান দাতা।

পনের আগষ্ট তোমায় ওরা
মারলো কেমন করে?
ওদের জন্ম নিয়ে সংশয়
ওরাতো বাঙালি নয়,
কি ওদের পরিচয়?
ওরাতো মানুষ নয়।

লেখক : লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ও সাবেক সভাপতি কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল