বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা পালনের মাধ্যমে উত্তম চরিত্র অর্জন করা সম্ভব। রোজা মানুষের মানবিক গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। পরিশুদ্ধ ও মানবিক মানুষ হতে রোজার গুরুত্ব অপরিসীম। মানুষের শারিরীক ও মানসিক রোগসমূহের ঔষধ হিসেবেও রোজা কাজ করে। আল্লাহ সন্তুষ্টি এবং দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের শ্রেষ্ঠ সময় পবিত্র রমজান মাস। রমজান মাসে আমলের মাধ্যমে সহজেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ৭ জুন বিকেলে ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু। বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ূন কবির মিজি এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক দিদারুল ইসলাম দিদার, মোঃ গোলাম রাব্বানি খাঁন, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, শেখ আবুল হাসান শরীয়তপুরী।