স্যাটেলাইট উৎক্ষেপনের ফলে উন্নয়ন গতিশীল হবে …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

স্যাটেলাইট উৎক্ষেপনের ফলে উন্নয়ন গতিশীল হবে …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপনের ফলে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি আরো অধিক গতিশীল হবে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপন বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জল অর্জন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে তথ্যপ্রযুক্তিসহ ৪০ ধরণের সেবা জনগণ পাবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর মনোনিতদেরকে ভোট প্রদান করে জয়যুক্ত করতে হবে। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ১৯ মে সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট’ শীর্ষক আলোচনাসভায় উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিচালক এমজি বাবর, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ। আলোচনা শেষে চাঞ্চল্যকর অপরাধ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় কয়েকজন পুলিশ অফিসারকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মধ্যে শাড়ী ও লঙ্গী বিতরণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল