………… লায়ন মো. গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ছিল পরিকল্পিত ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। দুস্কৃতকারীরা এই হামলা ও তান্ডবের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা করেছিল। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরতদের সাথে কৌশলে মিশে এই দুস্কৃতকারী চক্র সরকার ও দেশকে অকার্যকর করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও বিচক্ষণতার কারণে তাদের এই ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধিতে ভূষিত করেছে। এতে চক্রান্তকারীরা পরাজিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ১৩ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল বিভাগ সমিতি ও জাতীয় গণতান্ত্রিক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ও জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিলের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক এড. আব্দুল হক চাষী, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, জাসদ নেতা হুমায়ুন কবির, আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা খোন্দকার তারেক রায়হান, লোকশক্তি পার্টির চেয়ারম্যান সাহিকুল ইসলাম টিটু, ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু পরিষদের অন্যতম নেতা আনন্দ সেন, জাতীয় গণতান্ত্রিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান দেওয়ান খায়রুল ইসলাম চৌধুরী, নারী নেত্রী এডভোকেট ফারহানা ইয়াসমিন মনি প্রমুখ।