লায়ন মোঃ গনি মিয়া বাবুল: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বিশে^ শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার সুনিশ্চিত করতে রাজনৈতিক সহিংসতা প্রশমন করতে হবে। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আজীবন অহিংস আন্দোলনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন। কৃষ্ণাঙ্গদের সমান অধিকার ও ভোটাধিকারের দাবিতে ১৯৫০ ও ১৯৬০ সময়ের মধ্যে তিনি দুটি সফল বিক্ষোভে নেতৃত্বদেন। অহিংস আন্দোলনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্যে তিনি ১৯৬৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। মার্টিন লুথার কিং জুনিয়র এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ৪ এপ্রিল বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এম সাজাওয়ার হোসেন, জাতীয় পার্টি জেপি নির্বাহীর সম্পাদক সাদেক সিদ্দিকী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।