ওভালের শততম টেস্ট ম্যাচ এমনিতেই বিরাট এক উপলক্ষ। উদ্যাপনের মঞ্চ। এমন ম্যাচে ২৩৯ রানের জয়ের পর ইংল্যান্ডের ‘বোনাস’ নিজেদের ১৪০ বছরের টেস্ট ইতিহাসে ১৩তম হ্যাটট্রিক-ম্যান খুঁজে পাওয়া।
বিলি বেটস, জনি ব্রিগস, জর্জ লোম্যান, জ্যাক হার্নি, মরিস অ্যালম, টম গডার্ড, পিটার লোডার, ডোমিনিক কর্ক, ড্যারেন গফ, ম্যাথু হগার্ড, স্টুয়ার্ট ব্রডের পর মঈন। ইতিহাস গড়ার পর ব্রডের সঙ্গে কী যেন বলছিলেন মঈন। ব্রডের সঙ্গে একটু বাড়তি আলাপের বৃত্তান্ত থাকতেই পারে। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে এই ব্রডেরই যে একাধিক (দুবার) হ্যাটট্রিক-গৌরবের সঙ্গে পরিচিতি ঘটেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ বছর পর কোনো ইংলিশ ক্রিকেটারের প্রথম হ্যাটট্রিক এটি। ১৯৩৮ সালে জোহানেসবার্গে টম গডার্ড হ্যাটট্রিক পেয়েছিলেন। মাত্র ৮ টেস্টেই শেষ হয়ে গিয়েছিল এই অফব্রেক বোলারের টেস্ট ক্যারিয়ার। দক্ষিণ লন্ডনের ঐতিহাসিক মাঠ ওভালে এর আগে কোনো হ্যাটট্রিক ছিল না। এই মাঠের কীর্তি তালিকায় নিজের নামটা অমর করেই রাখলেন মঈন।